Follow Us @soratemplates

Tuesday, 16 July 2019

বন্যার্তদের চিকিৎসা সহায়তায় মেডিকেল টিমে ডা. আজমল


চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে মেডিকেল টিম।


চিরিরবন্দর উপজেলার বেশির ভাগ গ্রাম বন্যায় প্লাবিত হয়। চিরিরবন্দর উপজেলার নতুন নতুন এলাকা পানিয়ে তলিয়ে গেছে। বিশেষ করে কাকরা নদীর পার্শবতী প্রাম। অনেক পরিবার চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া।

চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী ও কাকড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েক’শ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।



  উপজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক বন্যার্ত অপুষ্টি শিশু দের খাদ্য (গুড়ো দুধ)  Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।
ডাঃ আজমল হক বন্যার্ত অপুষ্টি শিশু দের খাদ্য (গুড়ো দুধ)  Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।

ডাঃ আজমল হক বন্যার্ত অপুষ্টি শিশু দের খাদ্য (গুড়ো দুধ)  Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।

ডাঃ আজমল হক বন্যার্ত অপুষ্টি শিশু দের খাদ্য (গুড়ো দুধ)  Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।



বন্যার্তদের মাঝে  পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও ওরস্যালাইন বিতরণ করেন।


 উপজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আজমল হক  কিভাবে পানিবাহিত রোগ,সাপ-পোকামাকড় থেকে সাবধান থাকা যায় এ বিষয়ে সবাইকে স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

 পানিবাহিত রোগ,সাপ-পোকামাকড় থেকে সাবধান থাকা যায় এ বিষয়ে সবাইকে স্বাস্থ্য পরামর্শ প্রদান

খেড়কাটি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন দিবস পালন দেখতে

এই সাইট নিয়ে আপনার কোন মুল্যবাণ পরামর্শ থাকলে আমাকে জানাবেন। ০১৭১৩৭৩৩০৮৩

No comments:

Post a Comment