দিনাজপুর জেলার বলিষ্ট স্বাস্থ্য নেতা ডা. আজমল হক।তিনি চিরিরবন্দর উপজেলায় স্বাসাথ্য ব্যাবস্থ্যাকে অমুল পরিবর্তন আনেন।
নেতা ইংরাজি LEADER
LEADER:
L – Loyal (বিশ্বস্ত)
E – Enthusiastic, Elite and Energetic (উত্সাহী, অভিজাত, কর্মতৎপর)
A – Active and Authoritative (সক্রিয়, বিশ্বাসী)
D – Dynamic (প্রগতিশীল)
E – Efficient, Educated and Ethical (দক্ষ, শিক্ষিত, নৈতিক গুণ সম্পন্ন)
R – Responsive and Realistic (প্রতিক্রিয়াশীল ও বাস্তববাদী)
L – Loyal (বিশ্বস্ত)
E – Enthusiastic, Elite and Energetic (উত্সাহী, অভিজাত, কর্মতৎপর)
A – Active and Authoritative (সক্রিয়, বিশ্বাসী)
D – Dynamic (প্রগতিশীল)
E – Efficient, Educated and Ethical (দক্ষ, শিক্ষিত, নৈতিক গুণ সম্পন্ন)
R – Responsive and Realistic (প্রতিক্রিয়াশীল ও বাস্তববাদী)
নৈতিক গুণ সম্পন্ন, বিশ্বাসী, দক্ষ, শিক্ষিত, অভিজাত মন-মানসিকতার, কর্মতৎপর, প্রগতিশীল, সৃষ্টিশীল কাজে উৎসাহী, প্রতিক্রিয়াশীল, বাস্তববাদী একজন নেতার উদাহরণ আমাদের ডা. আজমল হক স্যার।
আয় ছেলেরা আয় মেয়েরা
গল্প শুনি তার
নরমাল ডেলিভারী বাড়ালেন
নেতৃত্বে যার ।
স্বাস্থ্য সেবায় এ সমাজকে
রক্ষা করেণ যিনি
সবার ভালোবাসার মাঝে
জড়িয়ে আছেন তিনি ।
ডা. আজমল হকের কর্মকান্ড লেখে শেষ করা যাবে না। শুধু কালকের দিনের কথাই বলি।
কাল ডা. আজমল হক এসেছিলেন খেড়কাটি সিসি ভিজিট করতে সেখানে প্রথমে তিনি এলাকার গর্ভবতীমাদের নিয়ে সমাবেশ করেন।
গর্ভবতী মাদের পুষ্টি ও আয়রন ফলিক এসিট খা্ওয়ার গুরত্ব নিয়ে আলোচনা করেন।
পরে তিনি কুষ্ঠ রোগ ও রোগী সার্স সম্পর্ক বলেন।
Mobile MDT clinic at Union level Community Clinic, অনুষ্ঠিত হল। উপস্তিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আজমল হক, Lepra বাংলাদেশ কর্মকর্ত কর্মচারী, ইউপি প্রাপ্তন চেয়ারম্যান ও সিএইচসিপি।
শিশু অপুষ্টি সার্চিং -
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক খেড়কাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্ষন করেন। অপুষ্টি শিশুদের সার্চিং করা হয়। পরিদর্ষনে তিনি অপুষ্টি শিশু নির্নয় করেন এবং অপুষ্টি শিশুদের মাঝে Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজমল হক খেড়কাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্ষন করেন। অপুষ্টি শিশুদের সার্চিং করা হয়। পরিদর্ষনে তিনি অপুষ্টি শিশু নির্নয় করেন এবং অপুষ্টি শিশুদের মাঝে Nutrist F-75 milk (দুধ) তুলে দেন।
![]() |
মুয়াকের মাধ্যমে অপুষ্টি শিশু নির্ণয় করা হচ্ছে |
![]() |
অপুষ্টি শিশুর মাঝে Nutrist F-75 milk (দুধ) তুলে দেয়া হয় |
মুয়াকের মাধ্যমে অপুষ্টি শিশু নির্ণয় করা হচ্ছে
![]() |
মুয়াকের মাধ্যমে অপুষ্টি শিশু নির্ণয় করা হচ্ছে |
![]() |
অপুষ্টি শিশুর মাঝে Nutrist F-75 milk (দুধ) তুলে দেয়া হয় |
ডা. আজমল হক সিসির বিভিন্ন দিক ঘুরে দেখেন ৈএবং সিএইচসিপিকে দিকনির্দশন দেন।
-
-
আজমল স্যার বলতেন, “নিজে কি পেলাম সেটা বড় কথা নয়, এলাকার মানুষকে কতটুকু স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কতটুকু উন্নতি
করতে পারলাম সেটাই বড় কথা… হুম এটাই আসল স্বাস্থ্য নেতা।”
No comments:
Post a Comment