Follow Us @soratemplates

Thursday, 30 April 2020

চিরিরবন্দরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালন


২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ চিরিরবন্দরে পালন

'পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন'- এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে অসহায়, গরিব গর্ভবতী এবং প্রসূতি মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে

পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন

পুষ্টি সপ্তাহে  উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির পক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজমল হক  উপজেলার ১২ টি ইউনিয়নে ঘুরে ঘুরে গর্ভবতী মহিলাদের মধ্যে পুষ্টি খাদ্য সামগ্রী বিতরণ করেন
-
Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural Natural

-


পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন


সেই সাথে  উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজমল হক  করোনা ভাইরাস মোকাবেলায় শতাধিক রোগী, রিক্সাচালক দুস্থ মানুষের মাঝে সাবান মাস্ক বিতরণ করা করেন


পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন


পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন

পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন

পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন

পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন




পুষ্টি সপ্তাহে  করনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন

পুষ্টি সপ্তাহে  করনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন


পুষ্টি সপ্তাহে  করোনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন

 (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ আসপাতালে আগত রোগীদের পুষ্টি ট্রের মাধ্যমে পুষ্টি ধারনা দেয়া হয়


আগত রোগীদের পুষ্টি ট্রে দিয়ে পুষ্টি ধারনা দেয়া




ডামো: আজমল হক উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে ৩৬ টি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি ট্রের মাধ্যমে পুষ্টি সচেতনতা করতেছে। সকল সিসিতে পুষ্টি সেবা সপ্তাহ পালন করা হয়। 

পুষ্টি ট্রে
আরও পড়ুন :  কমিউনিটি ক্লিনিকে পুষ্টি ট্রে


খেড়কাটি সিসিতে পুষ্টি সপ্তাহে সেবা দান



পুষ্টি ট্রে

-
W3.CSS
(২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালনের চিত্র .


-




Bootstrap Example

No comments:

Post a Comment