২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ চিরিরবন্দরে পালন
'পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন'- এমন প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে অসহায়, গরিব গর্ভবতী এবং প্রসূতি মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী, মাস্ক এবং সাবান বিতরণ করা হয়েছে।
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
-
-
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আজমল হক করোনা ভাইরাস মোকাবেলায় শতাধিক রোগী, রিক্সাচালক ও দুস্থ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা করেন।
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে পুষ্টি ব্যাগ বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে করনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে করনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন |
![]() |
পুষ্টি সপ্তাহে করোনা প্রতিরোধে সাবান ও মাক্স বিতরন |
(২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ আসপাতালে আগত রোগীদের পুষ্টি ট্রের মাধ্যমে পুষ্টি ধারনা দেয়া হয়
![]() |
আগত রোগীদের পুষ্টি ট্রে দিয়ে পুষ্টি ধারনা দেয়া |
ডা. মো: আজমল হক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে ৩৬ টি কমিউনিটি
ক্লিনিকে পুষ্টি ট্রের মাধ্যমে পুষ্টি সচেতনতা করতেছে। সকল সিসিতে পুষ্টি সেবা সপ্তাহ
পালন করা হয়।
![]() |
পুষ্টি ট্রে |
![]() |
খেড়কাটি সিসিতে পুষ্টি সপ্তাহে সেবা দান |
![]() |
পুষ্টি ট্রে |
-
(২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ পালনের চিত্র .

-
No comments:
Post a Comment