Follow Us @soratemplates

Tuesday, 21 April 2020

চিরিরবন্দর স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ /২০১৯ এর তৃতীয় দিন।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ ইং ১৬-২০ এপ্রিল/২০১৯ ইং উদযাপন উপলক্ষ্যে
আজ ৩য় দিন ।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ/২০১৯ আজ ৩য় দিন




স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার

 স্লোগান সামনে রেখে সপ্তাহব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা হাসপাতালে আজ তৃতীয় দিন।


তৃতীয় দিনে সকাল ৮.০০ ঘটিকা থেকে কার্যক্রম শুরু হয়।
হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্হিবিভাগে বিশেষ সেবা, এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে সেবা দাতা ও সেবা গ্রহিতার মধ্যে মত বিনিময় করা হয়।


ডাঃ মোঃ আজমল হক
উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে বিশেষ সেবা দান করছে।



বিকাল ৩.০০ ঘটিকার সময় উপজেলার সকল সিএইচসিপিদের নিয়ে 
‘‘স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক এর অবদান’’

শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

উক্ত আলোচনা সভায় সঠিক দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন-

...........................

ডাঃ মোঃ আজমল হক

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা
চিরিরবন্দর, দিনাজপুর



সিএইচসিপিদের জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ,২০১৯ পালনে সুন্দর গাইড লাইন দেন।








স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকারএই প্রতিপাদ্য নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রথমবারের মতো স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হতে যাচ্ছে। 
চিরিরবন্দর হাসপাতালে পালনের কিছু চিত্র 

ক্যাপ

স্বাস্থ্য সেবার টুপি

চিরিরবন্দর হাসপাতালের নতুনত্ব

ডা. আজমল মানে নতুনত্ব

আর নতুন নতুন ভাবনা,

ডা. আজমল  ছাড়া উপজেলা  হাসপাতাল
চিন্তায় করা যায় না


ডা. আজমল  দিয়েছে আশা

আর শিখিয়েছে ভালবাসা,

ডা. আজমল  ফিরিয়েছে মানুষের মুখে হাসি,
তাইতো আমরা আজমল স্যারকে খুব  ভালবাসি


ডা. আজমল  মানে হার না মানা যোদ্ধা

নতুন কিছু করে যাওয়ার অঙ্গীকার,

আর আমরা বলবো ভালবেসে-
 ডা. আজমল আপনি সুপারস্টার।।

ডা. আজমল  কে পেয়ে,  চিরিরবন্দর  হয়েছে  ধন্য

আমরা ছিলাম,আছি এবং থাকবো শুধু আজমল  স্যারের জন্য।।



নিন্দুক তো নিন্দা করবেই তারা যে হন্য,

আপনাকে ধন্যবাদ  হাসপাতালকে- বিশ্ব দরবারে তুলে ধরার জন্য
আশপাশের বিপদে যে করে সেভ,

সে হলো আজমল স্যার তোমার আমার সবার গুরুদেব



মো
: ফরহাদ হোসেন, সিএইচসিপি
 
খেড়কাটি সিসি

মোবাইল: ০১৭১৩৭৩৩০৮৩


No comments:

Post a Comment