Follow Us @soratemplates

Wednesday 8 May 2019

হাসপাতালে ত্রি উদ্দ্যান কেন ?

হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ত্রি উদ্যান।
ত্রি অর্থ তিন আর উদ্দ্যান অর্থ বাগান। অথ্যাৎ তিন বাগান।
এখানে, ত্রি উদ্দ্যান বা  তিন বাগান অর্থ-
০১. পুষ্প বাগান,
০২. পুষ্টি বাগান,
০৩. ভেষশ বাগান।

পুষ্টি উদ্দ্যান


ভেষজ উদ্দ্যান

পুষ্প উদ্দ্যান



চিরিরবন্দর হাসপাতালকে ময়লা দুঘন্ধ থেকে রক্ষা করার জন্য ডা. মো: আজমল হকের এই উদ্ভাবনী।

ধরুন,
    আপনি এমন একজন মানুষ যিনি রাস্তায়-পার্কে যেখানে-সেখানে ময়লা ফেলেন। ময়লা বলতে আমি কলার খোসা, চিপ্সের প্যাকেট, বাদামের ঠোঙ্গা, চকলেটের মোড়ক, সিগারেটের প্যাকেট, পানির বোতল থেকে শুরু করে আপনার ময়লা-ছেঁড়া-ফাটা কাপড় সহ সবকিছুই বোঝাচ্ছি।
আপনি একদিন ফুটপাথ দিয়ে হাঁটার সময় অভ্যাসবশত কলা খেয়ে খোসাটা ফুটপাথে ফেলে দিলেন।
সেই খোসায় পিছলে অন্য আরেক লোক ফুটপাথ থেকে রাস্তায় গিয়ে পড়লেন।
রাস্তায় বাস লোকটি পিষ্ট হয়ে মারা গেলেন।
লোকটা মারা যাওয়ায় লোকটার আত্মীয়-বন্ধুরা মিলে সেই বাস কোম্পানির বাসগুলো ভাংচুর করলো, আগুন ধরালো। একপর্যায়ে বাসের ডিজেলের ট্যাংকে আগুন ধরে প্রচন্ড বিস্ফোরণ ঘটলো।
অনেক সেলিব্রিটি হওয়ার জন্য স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণের দায় আইএস স্বীকার করে নিল। সাথে সাথে সারা বিশ্বে খবরটা ছড়িয়ে পড়ল। সবাই ধারণা করল বাংলাদেশে আইএস জঙ্গি আস্তানা আছে।
অন্য দেশ উদ্বেগের পাশাপাশি আইএস দমন করার জন্য ইচ্ছা পোষণ করলো।
দেশটি দেরি না করে বিনা নোটিশে বাংলাদেশের আকাশে ফাইটার প্লেন পাঠিয়ে দিলো। উদ্দেশ্য আইএস দমন করা। দেশটির প্লেন থেকে টপাটপ বোমা পড়তে থাকল। ঢাকা শহরও ধ্বংস হতে থাকল।

সুতরাং, সময় থাকতে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন এবং পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
এমনই একটি উদ্দোগ গ্রহন ময়লা আবর্জনা থেকে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডা. মো: আজমল হকের।



      সৎ উদ্দেশ্যে, সততা, উদ্যোম, আর দলগত একই মনোভাব থাকলেই যে কোন কঠিন কাজই সহজ আর সাফল্য অর্জন করা যায় তার জলন্ত প্রমাণ দিলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক। গত দুই বছর আগেও যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ভূতুড়ে পরিবেশে চিকিৎসা সেবা প্রধান করা হতো আজ সেই উপজেলা কমপ্লেক্স হাসপাতালে প্রবেশ মুখ থেকে করিডোর, করিডোর থেকে ছাদ সর্বত্রই সারিবদ্ধভাবে সাজানো হয়েছে টবে লাগানো হরেক রকমের ফুল গাছ দিয়ে। ভবনের সামনের অংশে পৃথকভাবে তিনটি স্থানে করা হয়েছে-
০১. পুষ্টি উদ্যান, 
০২.পুষ্প উদ্যান ও
০৩.  ভেষজ উদ্যান।
হাসপাতাল খাবার রুম




ডা. মো: আজমল হকের উদ্ভাবনী সমুহ:
পুষ্টি ট্রে 
ত্রি উদ্দ্যান,
ইডিডি কার্ড,
হাসপাতালে খাবার ঘর,
 হাসপাতালে লাইব্রেরী,

চার থিউরীর মাধ্যমে হাসপাতালের গুনগত মান বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থ্যার পরিবর্তন।


হাসপাতাল লাইব্রেরী

                 সততা একটি মহৎ গুণ। যে সৎ তাকে সবাই ভালোবাসে। সৎ হতে পারা জীবনের সবচেয়ে বড় অর্জন। সৎব্যক্তি মানুষের আস্থাভাজন হয়, আল্লাহর প্রিয় হয়। দুনিয়ায় সফল হয়, আখেরাতে কামিয়াব হয়। সততার গল্প শুনলে সৎ হওয়ার আগ্রহ জন্মে। তাই এসো একজন সৎ মানুষের গল্প শুনি, একটি সততার গল্প শুনি।


-
বিস্তারিত পড়ুন :  একজন দক্ষ মানুষের গল্প জানতে ক্লিক করুন

-
 রংপুর বিভাগীয় ইনোভেশন ২০১৯. 
শোকেসিং কর্মশালা/2০১৯ বিভাবগীয় পর্যায় রংপুর অংশগ্রহণের নাগরিক সেবায় উদ্ভাবন পাইলট প্রকল্পসমূহ হতে কিছুসংখ্যক নির্বাচিত পাইলট প্রকল্পকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান হয়েছে, চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক্র তাদের মধ্যে একজন।
সেখানে অংশগ্রহনে ৪র্থ স্থ্যান ও সাটিফিকেট  অর্জন 






Come in Kharkati CC, Take the service, stay healthy. Md. Farhath Hossan, CHCP, 01713733083



No comments:

Post a Comment