“খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুর জেলার চিরির বন্দর হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় দিনাজপুর জেলার চিরির বন্দর হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ/ ১৯ডা আজমলের নেতৃত্বে হাসপাতাল কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ডা অজমল হক ।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
র্যালি শেষে হাসপাতালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আজমল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মুতুজা আল মামুন আবাসিক মেডিকেল অফিসার সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা এই দেশকে একটি স্বাস্থ্যবান দেশে পরিণত করতে চাই। সুস্থ ও স্বাস্থ্যবান জাতি গঠন করতে পুষ্টিগুন সম্পন্ন খাবার খেতে হবে। তাই আমাদের দৈনন্দিন খাবারের সাথে ফলমূল রাখতে হবে। তাহলে আমরা স্বাস্থ্যবান জাতি গঠন করতে পারবো। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
, ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে ২৩ এপ্রিল মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা , ২৪ এপ্রিল বুধবার মাতৃপুষ্টি ও ব্রেষ্ট ফিডিং বিষয়ক কাউন্সিলিং, ২৫ এপ্রিল বৃহস্পতিবার কমিউনিটি কিনিকে শিশু পুষ্টি কর্মসূচী পালন, হাই স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা, মা-বাবা-বউ-শ্বাশুড়িদের নিয়ে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তৈরীকৃত খাবার নির্বাচন প্রতিযোগিতা, স্কুল কলেজে পুষ্টি বিষয়ক পাঠদান, কৃষকদের নিয়ে ফলমুল ও শাক-সবজি নিয়ে আলোচনা ও প্রতিযোগিতা, ২৬ এপ্রিল শুক্রবার পুষ্টি মেলা, মসজিদ ও মন্দিরে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে পুষ্টি বার্তা প্রচার,
২৭ এপ্রিল শনিবার নিউট্রিশন অলিম্পিয়াড ও কমিউনিটি কিনিকে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, ২৮ এপ্রিল রবিবার বয়ষ্কদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং ২৯ এপ্রিল সোমবার সমাপনী দিনে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
চিরির বন্দর হাসপাতালে জাতীয় পুষ্টি সপ্তাহ/ ১৯ পালনের কিছু স্থির চিত্র
সুস্বাস্থ্যের জন্য পুষ্টি,জীবনের জন্য পুষ্টি। খাদ্যের কথা ভাবলেই পুষ্টির কথা ভাবুন।
জনগণের খাদ্যাভাস ও খাদ্য পরিকল্পনায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে এবার পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।
খাদ্য ও পুষ্টি বিষয়ক জিজ্ঞাসায় ২০০০০ নাম্বারে কল করে কথা বলতে পারেন অভিজ্ঞ ডাক্তারের সাথে।
আপনি আপনার উচ্চতা ও শরীরের ওজনের তথ্য আমাদের এসএমএস করুন। ফিরতি এসএমএস এ BMI এর মাত্রা ও পরামর্শ পেয়ে যান।
এসএমএস করতে নিচের প্রক্রিয়া ফলো করুনঃ
BMI<space>height in inches<space>weight in kgs; example: BMI 66 75
উপজেলার পাশাপাশি সকল কমিউনিটি ক্লিনিকে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়।
চিরিরবন্দর উপজেলার খেড়কাটি কমিউনিটি ক্লিনিকের একটি চিত্র।
পুষ্টি সপ্তাহ শেষ হবে আগামী ২৯ এপ্রিল ২০১৯ ।
No comments:
Post a Comment